দৌলতদিয়া ফেরিঘাটে পুলিশের অভিযান ট্রাক দালাল চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম // রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে অভিযান চালিয়ে ট্রাক দালাল চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ১) সবুজ মোল্লা, ২) রজব আলী মোল্লা, ৩) ইমদাদ খান, ৪) মাসুদুর আলম রানা, ৫) রুবেল মোল্লা ৬) মান্নান সরদার। তাদের সবার বাড়ি গোয়ালন্দ উপজেলা এলাকার বিভিন্ন গ্রামে।

গতকাল মঙ্গলবার দিনগত রাতে বিআইডাব্লিউটিসির ফেরির টিকিট কাউন্টার, জিরোপয়েন্টসহ দৌলতদিয়া ঘাট এলাকার
বিভিন্ন পয়েন্ট থেকে হাতেনাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ফেরির টিকিট সংগ্রহের পাশাপাশি সিরিয়াল ভেঙে দ্রুত ফেরিপার করে দেয়ার কথা বলে ঢাকাগামী বিভিন্ন পণ্যবাহী
ট্রাকচালকদের জিম্মি করে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। পরদিন আজ বুধবার দুপুরে ওই ছয় দালালকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের
নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। এ সময় অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদন্ডে দন্ডিত করেন ওই ভ্রাম্যমাণ আদালত।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দৌলতদিয়া ঘাটে বিআইডাব্লিউটিসির ফেরির টিকিট বুকিং কাউন্টার ঘিরে গড়ে ওঠা ট্রাক দালালচক্র ফের সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। গ্রেপ্তার ওই ৬ জনই ট্রাক দালাল চক্রের সক্রিয় সদস্য।’
দৌলতদিয়া ঘাট দালালমুক্ত করতে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg