ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ মঙ্গলবার মধ্যরাত থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২দিন রাজবাড়ীসহ সারাদেশের নদ-নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুত ও ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন, এবারে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞাতে রয়েছে ব্যাপক প্রস্ততি। রাজবাড়ী জেলা, উপজেলা সহ সকল দেশে সচেতনতার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ পুলিশ, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার বাহিনী সহ সকল ফোর্স থাকবে। তিনি বলেন আগামীকাল সকাল থেকে বিভিন্ন স্থানে পরিদর্শনে যাবো। তিনি বলেন সকলের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।আমাদের পরিকল্পনা হচ্ছে মা ইলিশ যাতে সুষ্ঠ ভাবে ডিম ছাড়তে পারে। কাল সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে।জেলেদের আমরা বিভিন্ন সহযোগিতা করছি,আরো সহযোগিতা করা হবে। তিনি সাংবাদিকদের সকল সহযোগিতা চেয়েছেন।