ডিএম ফাহিমুর রহমান
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে।
গত ২৪ ঘন্টায় ২ সেন্টিমিটার পানি কমে বিপদ সীমার ১০৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোয়ালন্দ, রাজবাড়ী সদর, কালুখালী ও পাংশা উপজেলার ১২ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদ্মা নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। জেলায় ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে। সামনে ঈদ তাদের আনন্দ পানিতে ভেসে গেছে। বানভাসি মানুষের মধ্যে বিশুদ্ধ পানি, খাদ্য, পশুখাদ্য ও গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। জ্বালানী সংকটে একরকম দিশেহারা বন্যার্তরা।
উল্লেখ্য গতকাল পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।