চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, করোনার ওষুধ কাতারের হাতে

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

0Shares

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার করোনার ওষুধ পেয়েছে এবং করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় তা কার্যকর প্রমাণিত হয়েছে।

এই করোনার ওষুধের আবিষ্কারক দেশ জাপান। তবে জাপানের পর কাতারই প্রথম দেশ হিসেবে এই ওষুধ পেয়েছে।

প্রাথমিকভাবে কাতার এক লাখ পিছ ওষুধ জাপানের কাছ থেকে সংগ্রহ করে এবং কাতারে করোনায় আক্রান্ত রুগিদের চিকিৎসায় তা ব্যবহার করা হয়।

এই ওষুধ ব্যবহারের ফলে কাতারে অনেক করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে প্রায় দেড় হাজারের বেশি করোনায় আক্রান্ত মুমূর্ষু ব্যক্তির অবস্থার পরিবর্তন হয় এবং তাদেরকে হাসপাতালের আইসিইউতে নিতে হয়নি।

কাতারের স্থানীয় একটি দৈনিককে দেওয়া সাক্ষাতকারে তিনি এই তথ্য জানান কাতার সেনাবাহিনীর মেডিকেল সেবা বিভাগের প্রধান কর্মকর্তা ব্রিগেডিয়ার আসআদ খলিল।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg