আজ রবিবার (১১ অক্টোবর) রাজবাড়ী জেলার সাংস্কৃতিক কর্মী ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাব এডিটর পান্থ আফজালের আম্মা রাবেয়া বেগম সকাল সোয়া ১১ টায় ফরিদপুরে টেপাখোলাতে পান্থ আফজালের বোনের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুর সময় তিনি ৬ ছেলে ৪ মেয়েকে রেখে গেছেন।
পান্থ আফজাল রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন, আমার মায়ের চিকিৎসা চলছিল ঢাকাতে। সে দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। একটু সুস্থ হলে মা বোনের বাড়িতে যায়। আজ সকালে তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।
তার প্রথম জানাযা বাদ আছরে ৩ নং বেড়াডাঙ্গা নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়, দ্বিতীয় জানাযা মাগরিবের নামাজ শেষে বড় মসজিদে অনুষ্ঠিত হয়। তাকে দাফন করা হয় ভবানীপুর (মুরগী ফার্ম) গোরস্থানে তার স্বামীর কবরের পাশে।