গোয়ালন্দের উজানচর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের আ.মোতালেব মোল্লার ছেলে লিবিয়া প্রবাসী মোঃ কুরবান মোল্লা আনুমানিক রাত ৯টার (লিবিয়ার সময়) সময় করোনা উপসর্গ নিয়ে মারা যান (ইন্না-নিল্লাহে ওয়া ইন্না- ইলাইহের রাজিউন)। তিনি ৩ কন্যা সন্তানের জনক।
নিহত কুরবান মোল্লার ছোট ভাই সোলায়মান মোল্লা রাজবাড়ী টেলিগ্রাফ কে বলেন, আমার ভাই দীর্ঘ ৯ বছর প্রবাসে কাটিয়েছেন। তিনি লিবিয়াতে ফ্রী ভিসায় একটা ওষুধের দোকানে কাজ করতেন সে ৩ কন্যা সন্তানের জনক। নিহতের ভাই আরো বলেন, গত ৫ অক্টোবর বমি,জ্বর-ঠান্ডায় অসুস্থ হয়। প্রথমে প্রাথমিক চিকিৎসা নিলেও পরে গুরুতর অসুস্থ হয়। তাকে হাসপাতালে না নিয়ে থাকার ঘরেই চিকিৎসা প্রদান করা হলে তার অবস্থার আরো অবনতি হয় এবং তিনি ৫ দিন পর ০৯ অক্টোবর মৃত্যু বরণ করেন।
নিহত ব্যাক্তিকে দ্রুত দেশে আনার জন্য তার ভাই রাজবাড়ী টেলিগ্রাফের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানান।
তার এই মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি