স্টাফ রিপোর্ট:
ত্রাণ চাই না, ভাঙ্গন প্রতিরােধে পদক্ষেপ চাই- এ শ্লোগানে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
আজ ২২ জুলাই বুধবার দুপুর ১.৩০টায় উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামে নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্থ পরিবারের লােকজন একত্রিত হয়ে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারুয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আবু সাঈদ মােল্লা, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাসেম আলী শেখ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাশেম আলী মােল্লা, নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম মুহিতসহ এলাকার সর্বস্তরের জনগণ।
বক্তৃতায় বক্তারা নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
ছবি: সাইফ হাসান