জহুরুল ইসলাম হালিম//ব্যাস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সংকটের কারণে স্বাভাবিক গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। এ অবস্থায় মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় পণ্যবাহী ট্রাকগুলো ঘাটে আটকা পড়ে থাকছে।
আজ শুক্রবার দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকাগামী পণ্যবাহী তিন শতাধিক ট্রাক। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানেলঘাট পর্যন্ত তিন কিলোমিটার ফোরলেন রাস্তায় একপাশে ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের বহরে থাকা ফেরিগুলো বহু বছরের পুরনো। সার্বক্ষণিক সচল রাখতে গিয়ে ইঞ্জিন দুর্বল হয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেরিগুলো ঘন ঘন বিকল হয়ে পড়ছে। বর্তমান এই নৌপথের বহরে ছোট-বড় মোট ১৮টি ফেরি রয়েছে। এর মধ্যে
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও আমানত শাহ্ নামের দুটি রো রো (বড়) ফেরির পাশাপাশি কেতকী নামের অপর একটি কে-টাইপ (ছোট) ফেরি বিকল হয়ে আছে। পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে ওই ফেরিগুলোর মেরামত কাজ চলছে। গুরুত্বপূর্ণ ওই তিনটি ফেরি বিকল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরির সংকট সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক পারাপার ব্যাহত হওয়ায় আজ শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকাগামী বিভিন্ন পণ্যবাহী তিন শতাধিক ট্রাক ও কাভার্ডভ্যান। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানেলঘাট পর্যন্ত রাস্তার এক পাশে ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একযোগে তিনটি ফেরি বিকল হওয়ায় ফেরির কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী বিভিন্ন গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ওই ট্রাকগুলো সিরিয়ালে আটকা পড়েছে।