রাজবাড়ীর কালুখালীতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ৮৭৫ গ্রাম শুকনা গাজাসহ এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কৃত ব্যক্তি আয়েশা বিবি ওরফে ফয়জুন্নেসা(৫৫) স্বামী :মৃত মালেক শেখ, গ্রাম মালিয়াট তার নিজ বাড়ি থেকে ৮৭৫ গ্রাম গাজাসহ আটক হয় তাকে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ফরিদপুর মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভির আহম্মেদ খান, পরিদর্শক তপন কান্দি শর্ম্মা, পরিদর্শক দেবনাথ প্রমুখ।
কালুখালী উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ্ আল মামুন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৯(১) এর দফা গ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
পরে ৮৭৫ গ্রাম গাজা উপজেলা পরিষদের সামনে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এর উপস্থিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
হৃদয় (কালুখালী)