রাজবাড়ীতে নতুন করে ৭ জন করোনা আক্রান্ত , মোট মৃত্যু ২৪ জন

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

0Shares

রাজবাড়ীতে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৩০৯৯ জন। মৃত্যুবরণ করেছেন ২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯০৬ জন। হোম আইসোলেশনে আছে ১৬১ জন। হাসপাতালে ভর্তি আছে ৮ জন ।

বৃহষ্পতিবার সিভিল সার্জন তথ্য সূত্রে জানা গেছে ০৪/১০/২০২০ ও ০৫/১০/২০২০ তারিখে ৯০ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ৭ টি এবং নেগেটিভ ৮৩ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪২ টি স্যাম্পলে ৩ জন পজিটিভ, পাংশা উপজেলার ২১ টি স্যাম্পলে ১ জন পজিটিভ, কালুখালী উপজেলার ১৩ টি স্যাম্পলে কোন পজিটিভ আসে নাই, বালিয়াকান্দি উপজেলার ৪ টি স্যাম্পলে ১ জন পজিটিভ এবং গোয়ালন্দ উপজেলার ১০ টি স্যাম্পলের ২ জন পজিটিভ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg