আজ (৭ অক্টোবর ) দুপুর ১ ঘটিকায় রাজবাড়ী জেলা শহরের পৌর নিউ মাকের্টের ২ তলায় ১৩০ নং রুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজবাড়ী জেলা কার্যালয় শুভ উদ্ভোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। উদ্বোধন অনুষ্ঠানে তিনি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস কে ধন্যবাদ জানিয়ে বলেন রাজবাড়ী জেলায় এধরনের একটি অফিস করাতে আমি অনেক খুশি । জাতি ধর্ম নির্বিশেষে সবাই কে ঐক্যবদ্ধ থেকে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা কমিটির সহ সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, জেলা সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস , রাজবাড়ী সদরের সভাপতি অরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক সম্পাদক ডাঃসমীর কুমার দাস, পৌর কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক স্বজন কুমার দাস , পাংশা উপজেলা কমিটির সভাপতি নির্মল কুমার কুন্ডু, কালুখালী উপজেলার সভাপতি রনজয় বসু, সাধারণ সম্পাদক যাদব দত্ত, বালিয়াকান্দি উপজেলার সভাপতি রামগোপাল চ্যাটার্জী, সাধারণ সম্পাদক নীতিশ মন্ডল গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি বিপ্লব কুমার ঘোষ, গৌরাঙ্গ সরকার, রঞ্জন নাগ প্রমুখ উপস্থিত ছিলেন।