ছাতকে আন্তঃজেলা ডাকাত সর্দার রফু মিয়া ছাতক থানা পুলিশের হাতে গ্রেফতার। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, ছাতক সার্কেল জোন সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন, ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীন’র দিক নির্দেশনায় মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লাউতলা গ্রামের গাংপাড়(নতুন বাড়ির) মৃতঃ মাসুক মিয়ার পুত্র গোবিন্দগঞ্জ স্বর্নের দোকান ডাকাতিসহ ১২টি মামলার আসামী রফু মিয়াকে সুনামগঞ্জ শহর থেকে গোপন সংবাদের ভিত্তিতে লুন্ঠিত মোবাইল সহ গ্রেফতার করতে সক্ষম হন ছাতক থানা পুুুুলিশের সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম।
এ অভিযানে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম’র নেতৃত্বে এসআই ইয়াসিন মুুন্সি সহ ছাতক থানা পুলিশ ফোর্স। রফু ডাকাতের বিরুদ্ধে সিলেট, গোলাপগঞ্জ ,বিশ্বনাথ, মৌলভীবাজার সহ সুনামগঞ্জ সদর , দক্ষিন সুনামগঞ্জ, জগন্নাথপুর এবং ছাতক থানায় মোট ১২ টি ডাকাতি সহ অস্ত্র মামলা রয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা যায়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীন।
ছাতক প্রতিনিধি