রাজবাড়ীতে গণধর্ষণ এবং যৌন নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখা ও রাজবাড়ী হেল্পলাইন আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সারাদেশে ধর্ষন, হত্যা, নারী নির্যাতনের প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার, সাধারণ সম্পাদক সবিতা চন্দ, নারী নেত্রী শায়লা তাবাচ্ছুম, সামাজিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন,বাংলাদেশ প্রতিদিন
রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, স্বপন কুমার দাস, ফকির সাহাদত হোসেন, ধিরেন্দ্র নাথ, আসাদুজ্জামান বাবলা প্রমুখ।
মানববন্ধন
এদিকে রাজবাড়ী হেল্পলাইনের মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজবাড়ী হেল্প লাইনের এ্যাডমিন প্যানেলের সুতপা চৌধুরী রুপা, স্মৃতি ইসলাম, মিজানুর রহমান, মাহফুজুর রহমান, পাভেল রহমান প্রমূখ।