জহুরুল ইসলাম হালিম // গত বছরের পদ্মার ভাঙনের ভয়াল দৃশ্য আজও ভুলতে পারেনি গোয়ালন্দ উপজেলাবাসী। সেই ভাঙন ভুলতে না ভুলতে এবারও ভাঙনের কবলে তারা। পদ্মা নদী তীরবর্তী এলাকার মানুষের চোখে এখনো ভেসে ওঠে নদীতে তলিয়ে যাওয়া ভিটে-মাটি হারানোর সেই স্মৃতি।
নদী ভাঙন
দৌলতদিয়া লঞ্চঘাটের উজানে নতুন পাড়া গ্রাম প্রায় নদী গর্ভে বিলীন হওয়ার পথে। নতুন পাড়া ভাঙনের কারনে প্রবল স্রোতে ভাঙন ঝুঁকিতে পরবে দৌলতদিয়ার একমাত্র লঞ্চঘাটটিও।