জহুরুল ইসলাম হালিম// গোয়ালন্দে পদ্মা নদীর পানি ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্র জানিয়েছে, গতকাল (০৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, আজ রবিবার (০৪ অক্টোবর) তা সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম, ছোটভাকলা ও উজানচর ইউনিয়নের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ফের প্লাবিত হলেও আজ ১ সেন্টিমিটার কমায় কিছুটা আশা জাগিয়েছে।
পানি বৃদ্ধির পাশাপাশি পদ্মায় বয়ে যাওয়া প্রবল স্রোতে ও পানির ঘূর্ণিপাকে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ও দৌলতদিয়া ইউনিয়নের বেশ কিছু গ্রাম এলাকায় নদীর পাড়ভাঙন শুরু হয়েছে। রক্ষা পেতে ওই দুই গ্রামের বাসিন্দাদের অনেকেই তাদের ঘরবাড়ি ভেঙে, গাছপালা কেটে নিরাপদ স্থানে চলে যাচ্ছে।