সুনামগঞ্জের ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন অসহায় বর্গা চাষী কৃষকের সৃজিত বাগানের প্রায় ৪শ টি লাউ ও কুমড়ার চারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
থানায় অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের রামনগর (দশঘর) গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে হাজী ছমরু মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বাগইন গ্রামের মৃত আবুল বশরের ছেলে ইসলাম মিয়ার সাথে। এ বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার রাত প্রায় সাড়ে ১১টায় ছমরু মিয়ার সৃজিত বাগানে জোর পূর্বক প্রবেশ করে প্রায় ৪শ টি লাউ ও কুমড়ার চারা গাছ কেটে উপড়ে ফেলে দেয়। এতে ছমরু মিয়ার প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হওয়ায় অসহায় এ বর্গা চাষী কৃষক নিরুপায় হয়ে প্রতিপক্ষের লোকজন তাকে প্রান নাশের হুমকি দেওয়ায় তিনি নিরুপায় হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ছমরু মিয়া জানান, আমি ৩ বার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে মানুষের কাছ থেকে টাকা ঋন নিয়ে অনেক স্বপ্ন বুকে লালন করে সবজি বাগানটি সৃজন করি। কিন্তু ইসলাম মিয়া ও তার লোকজন আমার বাগানটি কেটে ফেলে আমাকে ও আমার পরিবারের লোকজনদের বেকার করে ফেলেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এ ব্যাপারে ছাতক থানার জয়নাল জানান, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছি। স্থানীয় ইউপি সদস্য তার জিম্মায় নিয়ে মীমাংসা করার জন্য রেখেছেন। মীমাংসা না হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি