বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৎস্য অধিদপ্তরের আয়োজনে মা ইলিশ রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি নুজহাত তাসমীন আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন, উপজেলা মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাহবুব হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়ার, সাংবাদিক এস এম রাসেল কবির, মুক্তার হোসেন, মাসুদ রানা সিসির প্রমুখ।
এই আলোচনা সভায় আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ শিকার, আহরণ, পরিবহণ, বাজারজাত নিষিদ্ধ ঘোষণা করেছেন সরকার। নিষিদ্ধ সময়ে পাংশার নদী পথে কোন প্রকার ইলিশ শিকার করতে দেয়া হবে না বলে ঘোষণা দেয়া হয় ট্যাস্ক ফোর্স কমিটির সভায়।
পাংশা প্রতিনিধি
আলামীন হোসেন শাকির