জবাই খানায় অস্বাস্থ্যকর পরিবেশে ছাগল জবাই করায় রাজবাড়ী বাজারের তিন মাংস ব্যবসায়িকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মােঃ হাবিবুল্লাহ হাবিব। জরিমানা প্রদানকারী হচ্ছে রাজবাড়ী মাংস বাজারের মােঃ আবজাল হােসেন, আব্দুস সাত্তার ও আবেদ আলী মােল্লা। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহম্মেদ।
রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মােঃ হাবিবুল্লাহ হাবিব জানান, অস্বাস্থ্যকর পরিবেশে কোন ভাবেই কোন পশু জবাই করা যাবে না। অস্বাস্থ্যকর পরিবেশের কথা শােনার পর অভিযান চালিয়ে ৩ ব্যবসায়িকে জরিমানা করেছি। জবাইখানা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেজন্য পৌর কর্তৃপক্ষ ও ব্যবসায়িদের নির্দেশ প্রদান করেছি। জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে।