রাজবাড়ীতে ১৪১ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।
২৮ সেপ্টেম্বর সোমবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রাম থেকে ঐ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
আটককৃতরা হলো-গোয়ালন্দ উপজেলার বিষ নূপুর গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে রেজাউল সেখ (৩০) ও বাজিতপুর গ্রামের ছাবদুল সরদারের ছেলে কামাল সরদার (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, সোমবার রাতে গোপন সংবাদে জানা যায় বাজিতপুর গ্রামের জনৈক রাকিবুল সরদারের মেহগনি বাগানে দুই মাদক ব্যবসায়ী মাদকসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০ টার দিকে ওই বাগানে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী রেজাউল সেখকে ১০৩ পিস ও কামাল সরদারকে ৩৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।