পদ্মাকন্যা খ্যাত রাজবাড়ী জেলার দর্শনার্থীদের ভ্রমণের জন্য জেলা সদরের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট হিসেবে খ্যাত গোদার বাজার পদ্মার পাড়। কিন্তু গতবছর তীব্র নদী ভাঙণে গোদার বাজার পদ্মার পাড়ের নদী সংলগ্ন সাধারণ জনগণের অনেক ক্ষয়ক্ষতি হয়।ভাঙণের ফলে স্থানীয় অনেককে বসত বাড়ি ভেঙে তা অন্যত্র সরিয়ে নিতে হয়।এলাকার মানুষের মধ্যে দেখা দেয় তীব্র ভাঙণ আতংক।
তেমনিভাবে এবারও গোদার বাজার পদ্মা নদীর পাড়ে দেখা দিয়েছে ভাঙণ। সরজমিনে যেয়ে দেখা যায় নদী পাড়ের মূল আকর্ষণ “রাজবাড়ী জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর ৫৫ পদাতক ডিভিশনের নির্মাণ করা “বন্ধন” স্থানীয় জনগণের ভাষায় “ছাতার তলার” প্রায় সম্পর্ণ অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয়দের তথ্যমতে সোমবার রাত ১০ থেকে ১২টা পর্যন্ত দুই ঘন্টার মদ্ধে ছাতার তলা থেকে পশ্চিম দিক পর্যন্ত আনুমানিক ১৪ মিটার নদীর পাড় এলাকা নদীগর্ভে মিলিয়ে যায়। স্থানীয়দের ভাষায় ভাঙণ যদি এইভাবে চলতে থাকে তাহলে নদী সংলগ্ন স্থানীয় জনগণের বসতবাড়ি,দোকানপাট খুব দ্রুত ভাঙনের শিকার হবে।
এতে স্থানীয় জনগণ তীব্র ভাঙণ আতংকে সময় কাটাচ্ছেন। ভাঙণ রোধে স্থানীয় জনগণ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তথ্য ও ছবি মোঃ ইসতিয়াক হোসেন
ভিডিও দেখতে: এখানে ট্যাপ/ক্লিক করুন