সোমবার (২৮সেপ্টেম্বর) রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে বিকাল ৫ টায় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলি। গাছ বিতরণের পর আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজ ইরাদত আলী।
প্রধান অতিথির বক্তব্যে কাজী ইরাদত আলী বলেন,
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজনজন্মদিন। প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা শুধু দেশের যোগ্য প্রধানমন্ত্রী নয়, তিনি বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম একজন নেতা।
আলোচনা সভা অনান্যেদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ,জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উজির আলী শেখ, মহিলা আওয়ামী লীগের সভনেত্রী তানিয়া সুলতানা কঙ্কন, কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, শ্রমিক লীগের সভাপতি রাকিবুল হাসান পিন্টু প্রমুখ।
বক্তব্য শেষে মিলাদ মাহফিল হয়, এবং সবার মাঝে খাবার বিতরণ করা হয়।