পাংশা উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন আহমেদ হোসেন সহসভাপতি পাংশা উপজেলা আওয়ামী লীগ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, সাবেক উপজেলার আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল মরসেদ আরুজ ও পাংশা ছাত্র-লীগের সভাপতি শহিদুল ইসলাম মারুপ এবং উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ প্রমুখ।
এসময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্থতা ও সার্বিক সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষ করে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান পরিচালনা করা হয়। মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রীর সুস্থতা ও সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। আলোচনা ও মিলাদ মাহফিল শেষে নেতা ও কর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
পাংশা প্রতিনিধি
আলামীন হোসেন শাকির