শিরোনাম
রাজবাড়ী থেকে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার-৫ চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার দুই ধানক্ষেত থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী দিলো রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব দৌলতদিয়ায় ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ রাজবাড়ীতে ভেজাল মদ্যপানে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি-২ গোয়ালন্দে নির্বিচারে আঞ্চলিক সড়কের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা গোয়ালন্দে চোরাই অটোরিক্সাসহ গ্রেপ্তার-২ পদ্মানদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বন্দোবস্তের দাবীতে মানববন্ধন রাজবাড়ীতে যৌথ-বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার 

দৈনন্দিন চিত্র পাল্টে গেছে দৌলতদিয়া ঘাটে গাড়ির অপেক্ষায় থাকছে ফেরি

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম (হালিম):
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে লেগে থাকা যানজট পরিস্থিতির চিত্র পাল্টে গেছে। আজ রবিবার সকাল থেকে সেখানে কোন গাড়ি ফেরির অপেক্ষায় থাকছে না। উল্টো গাড়ির অপেক্ষায় থাকছে অনেক ফেরি দীর্ঘ সময় জুড়ে বিভিন্ন ঘাট পন্টুনে ভিড়ে থাকছে। এর আগে প্রবল স্রোত নাব্যতা সংকট, ফেরি স্বল্পতার পাশাপাশি শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরিসার্ভিস অচলাবস্থার প্রভাবে অতিরিক্ত গাড়ির চাপে উভয়
ঘাটে দীর্ঘ যানজট লেগে ছিল।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের শিবালয় থানার পাটুরিয়া একটি ব্যস্ততম নৌপথ। প্রতিদিন সেখানে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েক হাজার বিভিন্ন গাড়ি ও যাত্রী ফেরি পারাপার হয়। তবে ফেরিসংকট, ঘাটসমস্যা ও নাব্যতা সংকটের কারণে সেখানে স্বাভাবিক ফেরি পারাপার ব্যাহত হচ্ছিল। বর্তমান পদ্মায় বয়ে যাওয়া স্রোতের গতিবেগ আগের চেয়ে কিছুটা কমেছে। নৌপথের পাটুরিয়া চ্যানেলে বিভিন্ন পয়েন্টে সৃষ্ট ডুবোচর ও নাব্যতা সংকট সৃষ্টি হয়েছিল। মোকাবেলায় একযোগে পাঁচটি ড্রেজার দিয়ে সেখানে দ্রুত খনন কাজ চালাচ্ছে বিআইডাব্লিউটিএ। এতে নৌ চ্যানেলের নাব্যতা সংকট অনেকটা কেটে গেছে। প্রয়োজনীয় পানির গভীরতা পেয়ে চলাচলকারি রো রো (বড়) ফেরিগুলো এখন স্বাভাবিক গতিতে চলাচল করছে। ফলে শনিবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ঘাটে সৃষ্ট যানজট পরিস্থিতির চিত্র অনেকটা পাল্টে গেছে। দৌলতদিয়া ঘাট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ ঢাকাগামী বিভিন্ন গাড়ির চাপ অনেক কমে যাওয়ায় দৌলতদিয়া ঘাট এখন যানজট মুক্ত। নৌপথ পাড়ি দিতে ঘাটে আসা গাড়িগুলো সরাসরি ফেরিতে গিয়ে উঠছে। এতে যাত্রী ও গাড়ির চালকদের কোন দুর্ভোগ পোহাতে হচ্ছে না। তবে, যানজটমুক্ত এমন ঘাটপরিস্থিতি কত দিন টিকে থাকবে তা নিয়েও অনেকের মনে সংশয় রয়েছে।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বানিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাটুরিয়া চ্যানেলে নাব্যতা সংকট পরিস্থিতির উন্নতি হয়েছে। বাস, ট্রাকসহ ঢাকাগামী বিভিন্ন গাড়ির চাপও অনেক কমে গেছে। ফেরিপারের অপেক্ষায় ঘাটে আটকে থাকা গাড়িগুলো শনিবার রাতেই পারাপার করা সম্ভব হয়েছে। তাই আগের মতো কোন গাড়ি এখন আর ফেরির অপেক্ষায় থাকছে না। উল্টো গাড়ির অপেক্ষায় অনেক ফেরি বিভিন্ন ঘাট পন্টুনে ভিরে থাকছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg