বৈশাখী টেলিভিশন, জাগো নিউেজের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও রাজবাড়ী বার্তা ডট কম এর সিনিয়র রিপোর্টার রুবেলুর রহমান করোনায় আক্রান্ত হয়েছে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
রুবেলুর জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই তিনি সর্দি জ্বরে ভুগছিলেন। যে কারণে গত শনিবার তিনি রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে নমুনা প্রদান করেন। আজ মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তার করোনা পজেটিভ। তবে তিনি অনেকটাই সুস্থ্য আছেন এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ সেবন করছেন।
রাজবাড়ী টেলিগ্রাফের সম্পাদক ও প্রকাশক গাজী সাইফুল ইসলাম,
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী বার্তা ডট কম – এর প্রধান সম্পাদক পান্থ রহমান, সহ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।