রবিবার (২৭ সেপ্টেম্বর) ধর্মতলা আর্দশ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে- বালিয়াকান্দি ব্লাড ডোনার্স ক্লাব-BBDC এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদাতা সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি ব্লাড ডোনার্স ক্লাব-BBDC এর প্রধান উপদেষ্টা ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউল আজম চুন্নু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ব্লাড ডোনার্স ক্লাব এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সোনিয়া আক্তার স্মৃতি।
আরো উপস্থিত ছিলেন – পাভেল আহমেদ, নাসির শেখ, বালিয়াকান্দি ব্লাড ডোনার্স ক্লাব-BBDC এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক খোন্দকার শফিউল আজম শিবলু, প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মোঃ হৃদয় শেখ পাপ্পু, প্রতিষ্ঠাতা ফারুক আহম্মেদ সুকর্ন সহ সকল সদস্য বৃন্দ।
রক্তদান কর্মসূচিতে মোট ২২৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।