রবিবার (২৭ সেপ্টেম্বর) পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এস.আই ননী গোপাল সরকার,মোঃ কামাল হোসেন, মোঃ মিঠু ফকির, এ.এস.আই মোঃ আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ জন সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
আসামীরা হচ্ছে, ১.চর আফ্রা গ্রামের মৃত শমসের মোল্লার ছেলে লুৎফর মোলা, ২. চরদূর্লভদিয়া গ্রামের মো: আছির সরদারের ছেলে মোঃ রাজু সরদার,৩. ভট্টাচার্য্য পাড়ার মো: ওসমান বিশ্বাসের ছেলে মো: রাজীব বিশ্বাস, ৪.মুগুরাডাংগী (পাংশা) গ্রামের শাজাহান খানের ছেলে মো: মামুন খান।
তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।