শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মাতৃত্বকালীন ভাতা কার্ড ও শিশু খাদ্য বিতরণ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

0Shares

মাগুরা জেলায় মহম্মদপুর উপজেলায় মাতৃত্বকালীন ভাতা কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার। সোমবার মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে এ কার্ড বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় সচিব কাজী রওশন আক্তার বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকার সর্ব্বোচ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকলকে মাস্ক পরে স্বাস্থ বিধি মেনে সচেতনতার সাথে চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রম করতে হবে। করোনা মুক্ত হয়ে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

তিনি আরো বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে খাদ্যের অভাব হবেনা। এ সময় তিনি শিশুদের মাঝে হরলিকস, মৌসুমি ফল, ডিম ও পুষ্টিকর প্যাকেট বিস্কুট বিতরণ করেন। এ উপজেলায় চলতি অর্থ বছর ১৩৪৪ মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে সরকার।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, মাগুরা জেলা মহিল বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জোহরা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী। মহম্মদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুষ্ঠান পরিচালনা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg