“চাষা”
বাংলা মায়ের সোনার ছেলে
নামটি যে তার চাষা
জন্মভূমির রতন সে যে,
কোটি প্রানের আশা।
রোদ বৃষ্টি মাথায় নিয়ে
করেন ফসল চাষ,
বিলাসবহুল নয় তার জীবন
ছনের ঘরে বাস।
ভোর না হতেই বের হয়ে যান
লাঙল নিয়ে কাধে,
তপ্ত রোদে ঘাম মুছে যান
খানিক বাদে বাদে।
সবার মুখে খাবার তুলে
ফোটান তিনি হাসি,
ফসল ভরা মাঠ দেখে যান
সুখ আবেগে ভাসি।
নিজের স্বার্থ বোঝে না সে
অন্যের স্বার্থ ছাড়া,
তারই জন্যে আমরা সবাই
ধরনীর উপর খাড়া।
অনন্ত কুমার বিশ্বাস
রাজবাড়ি সরকারি কলেজ,
অনার্স প্রথমবর্ষ,অর্থনীতি বিভাগ