প্রানঘাতী করোনা ভাইরাসের সংক্রামন রোধে বাজার-ঘাটে থাকা মাস্কহীন ভাসমান মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি করেছে মানবিক সংগঠন “সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশান বসন্তপুর-এস.এস.ও.বি”।
বসন্তপুর ইউনিয়ন এর বিভিন্ন হাট-বাজারে, অটো যোগে ঘুরে মোট ১১শত মাস্ক বিতরণ করা হয়েছে। বসন্তপুর ইউনিয়ন এর রাজাপুর বাজার, উদয়পুর বাজার, কোলারহাট, বসন্তপুর হাট, জয়পুর ক্লাব সহ বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে বিতরণ করা হয়েছে এ মাস্ক।
মাস্ক বিতরণ
টিম এস.এস.ও.বি ফাউন্ডেশন এর সংগঠন’টির প্রতিষ্ঠাতা দেওয়ান মো: রিয়ান সহ সদস্য দেওয়ান মো: রিয়াদ, , আশিক মাহমুদ, নাইম, দেওয়ান আলিফ, মেহেদী হাসান উপস্থিত থেকে এ মাস্ক বিতরণ করেন।
এ সময় সংগঠন’টির প্রতিষ্ঠাতা দেওয়ান মো: রিয়ান বলেন,
মানবিক সংগঠন সোশ্যাল সার্ভিস অরগানাইজেশান বসন্তপুর-এস.এস.ও.বি. সকল সময় অসহায় মানুষের পাশে থেকে তার ধারাবাহিকতায় এ পর্যায়ে আমাদের এই মাস্ক বিতরণ কর্মসূচি। এ ছাড়াও আমাদের এস.এস.ও.বি ফাউন্ডেশন অনেক ধরনের মানবিক কাজ করে থাকে। এ মানবিক কাজে যারা সহযোগিতা করেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ, এবং এরকম মানবিক কাজ করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
তিনি আরো বলেন, আগামীকাল বসন্তপুর বাজারে এবং আরো বিভিন্ন জায়গায় ঘুরে আমরা ৫শত মাস্ক বিতরণ করবো।