আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাবাসপুর ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষায় দরিদ্র ও ঝুকিপূর্ণ পরিবারের মাঝে এলজিএসপি-৩ অর্থায়নে, সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান, ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।
বিতরণে সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম ও আজিজুল ইসলাম সচিব হাবাসপুর ইউনিয়ন পরিষদ।
হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সর্বচ্চ দিয়ে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সচেতনতা বৃদ্ধির বদ্ধ পরিকর নিয়ে কাজ করছি।
পাংশা প্রতিনিধি