আনুষ্ঠানিক যাত্রা শুরু করল “CEF-(সেফ)”

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

0Shares

রাজবাড়ীর একদল স্বপ্নবাজ তরুণের হাতে তৈরী হল Circle Entrepreneurs Forum (CEF) নামক একটি উদ্যোক্তা ভিত্তিক প্লাটফর্ম, যেখানে রাজবাড়ীসহ সারা বাংলাদেশের তরুন সমাজ শিখতে পারবে উদ্যোক্তা হওয়ার কৌশল এবং এর খুটিনাটি।

রাজবাড়ীর বিভিন্ন উপজেলা, থানা এবং গ্রাম পর্যায় মিলিয়ে হাজার হাজার তরুণ তরুণী রয়েছেন যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেও হতে পারছেন না শুধুমাত্র পণ্যের বাজার সম্পর্কে সঠিক তথ্য, জ্ঞান ও কৌশল না জানা থাকার কারণে।

অজপাড়াগাঁ থেকে শুরু করে শহরতলি পর্যন্ত সবার কাছে পৌছাবে (CEF) এর কার্যক্রম। এতে করে হাজারো প্রতিভাবান ছেলে মেয়ে বেকার হয়ে আর বসে থাকবে না। একজন সফল উদ্যোক্তা হওয়ার সকল দিকনির্দেশনা ই তাদেরকে দেখানো হবে।
এবার সবার স্বপ্ন পূরণের পালা।
বেকার থাকবে না কোন তরুণ-তরুণী। হাসি ফুটবে সকলের মুখে।

সেফের সাথে থাকুন, নিজের ক্যারিয়ার গড়ুন
|| Circle Entrepreneur’s Forum ||

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg