আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা সদরের পালকি চাইনিজ রেস্টুরেন্টে “ঝাল” জেলা উৎসব আহবায়ক ছড়াকার লিয়াকত আলী এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান,টাউন মক্তব স্কুলের সহকারী শিক্ষিকা তাহমিনা মুন্নী, বিশিষ্ট গ্রাফিক্স ডিজাইনার “ঝাল” ছড়া ভার্চুয়ালি স্টুডিও ও পথশিশু নিয়ে ‘ইউরেকা স্কুলের প্রতিষ্ঠাতা’ ছড়াকার নূরুজ্জামান ফিরোজ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, এম বাচ্চু রহমান, মানবিক ফরিদপুরের মিলন জাহিদ, নিলুফার ইয়াসমিন,মানবিক রাজবাড়ীর চেয়ারম্যান সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম (মজনু), প্রমুখ
মতিবিনিময় শেষে উপস্থিত অতিথিদের হাতে মানবিক রাজবাড়ীর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয় খন্দকার রবিউল ইসলাম।
পরে ‘মানবিক ফরিদপুর’ এর সাথে ‘মানবিক রাজবাড়ী’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা মতবিনিময় করেন।
মানবিক রাজবাড়ীকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক।