চলে গেছে ঝিঙেফুল, চলে গেছে পুঁইলতা
চলে গেছে পুঁজোর ঘট, চলে গেছে লাউডগা।
চলে গেছে ডলিম গাছ, চলে গেছে টুনটুনি বাসা
চলে গেছে আদর, চলে গেছে ভালোবাসা।
চলে গেছে শখের বাগান, চলে গেছে গোলাপ
চলে গেছে পেয়ারা গাছ, চলে গেছে আলাপ।
চলে গেছে গোয়ালঘর, চলে গেছে খরের গাদা
চলে গেছে ভিটেমাটি, চলে গেছে দাদা।
চলে গেছে বিদ্যালয়, চলে গেছে মসজিদ, মন্দির
চলে গেছে খেলার মাঠ,চলে গেছে হাটবাজার।
চলে গেছে ঘরবাড়ি, চলে গেছে সব
চলে গেছে গাছপালা, চলে গেছে রব।
রয়ে গেছে নিঃসঙ্গতা, রয়ে গেছে নিরবতা
রয়ে গেছে গাঢ় অন্ধকার, রয়ে গেছে স্মৃতি।
রয়ে গেছে নিরাশা, মাথার উপর নীলাকাশ
রয়ে গেছে মায়ের করব, একটুকরো দীর্ঘশ্বাস।
সাইদুল হাসান
কবি, সাহিত্যিক ও শিক্ষক