রাজবাড়ী পাংশা মডেল থানায় বুধবার (১৬ সেপ্টেম্বর) পাংশা ফায়ার সার্ভিসের উদ্যােগে অগ্নিনিবার্পণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
পাংশা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েল আহম্মদ ও লিডার রেজাউল হক এবং তাঁর সহযোগীগণ আগুন নিভানোর কৌশল সমূহ হাতে কলমে ভিজা চটের বস্তা, ভিজা কাঁথা এবং হাতের সাহায্যে দেখিয়ে দেন। এছাড়াও গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কিভাবে আগুন নিভাতে হবে তা থানার সকল অফিসার ফোর্স এবং নারী পুলিশদের হাতে-কলমে শিখান।
এছাড়াও গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো সম্ভব না হলে রশিতে আংটা লাগিয়ে তার সাহায্যে সিলিন্ডার কে টেনে নিয়ে খোলা জায়গায় রাখা বা পানিতে রাখার পরামর্শ দেন। সাধারণত হঠাৎ কোথাও আগুন লাগলে আমরা সকলেই ভয়ে আতঙ্কিত হয়ে যাই।আতঙ্কিত না হয়ে সামান্য কৌশল জানা থাকলেই আগুন নেভানো সম্ভব হয় এবং মানুষের সম্পত্তি এবং জানমাল রক্ষা করা সম্ভব হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন সহ থানার অফিসারগণ, পাংশা ফায়ার সার্ভিসের সদস্যগণ প্রমুখ।
পাংশা প্রতিনিধি