ছাতকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

0Shares

ছাতকের পৌর শহরের মহিমা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে পৌরসভার ২নং ওয়ার্ডের নোয়ারাই ইসলামপুর (দূর্বিণটিলা) এলাকার আব্দুর রহিমের স্ত্রী।

মঙ্গলবার দুপুরে থানা পুলিশ নিজ বাড়ী থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১০টায় নিজ বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় গৃহবধূ মহিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দুপুরে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
থানার উপ-পরিদর্শক মো.মহসিন রেজা জানান, ঘটনাটি প্রাথমিক ভাবে আত্নহত্যা বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg