নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

0Shares

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর করোনা শনাক্তের রিপোর্টে পজিটিভ এসেছে। তিনি এখন বাসায় আইসোলেশনে রয়েছেন। তার কোনো শারীরিক জটিলতা নেই।আশা করা যাচ্ছে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।

খালিদ মাহমদু ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ২০০৯ সাল থেকে তিন দফা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

খালিদ মাহ‌মুদ চৌধুরী ১৯৭০ সালে ৩১ জানুয়ারী দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামের চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg