ডেস্ক রিপোর্ট:
অবশেষে এলো সিদ্ধান্ত, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষনা দিলো আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি (ICC) ঘোষণা করে দেয়, করোনা সংক্রমণের কারণে এবারের টি ২০ বিশ্বকাপ বাতিল (T20 World Cup) করা হচ্ছে। সোমবার আইসিসির বৈঠক শেষে এই সিদ্ধান্তই নেওয়া হয়। আইসিসি পরে একটি বিবৃতি জারি করে জানায়, “করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে টি ২০ বিশ্বকাপের মতো টুর্নামেন্ট করা অসম্ভব। তাই এই টুর্নামেন্ট বাতিল করা হচ্ছে।” কবে এই বিশ্বকাপ ফের করা যেতে পারে সে নিয়ে পরে আলোচনায় বসবে আইসিসি।
উল্লেখ্য এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ছিলো অস্ট্রেলিয়া ।