রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার উপসচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানিয়েছেন। পত্রে জানানো হয় স্থগিত হওয়া রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার এবং ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ নির্বাচন ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী জেলা নির্বাচন অফিস কর্মকর্তা অমরেশ সরকার ‘রাজবাড়ী টেলিগ্রাফ’কে বলেন, স্থগিত হওয়া গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ নির্বাচন ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তিন জন প্রার্থী। এরা হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের জৈষ্ঠ সহ সভাপতি মো.মোস্তফা মুন্সি (নৌকা), উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল (ঘোড়া) এবং বিএনপি মনোনীত ইন্জিনিয়ার মাহবুব আলম শাহীন (ধানের শীষ)।