ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ আহমদ সনজুর মোরশেদ সাহেবের দিক নির্দেশনায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সংঙ্গীয় অফিসার এএসআই সুমন গোপ সহ সিলেট নাইওরপুল এলাকা হইতে শনিবার ১২/০৯/২০২০ইং তারিখ রাতে ৪টি মামলার সাজাপ্রাপ্ত সহ ৬টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ছিল। ছাতক পৌর শহরের বাগবাড়ী মহল্লার সোনাহর আলীর পুত্র রাশেদ হায়দার (৪০) কে গ্রেফতার করেন ছাতক থানা পুলিশ। আসামী দীর্ঘ দুই বৎসর যাবত সিলেটের নাইওরপুল এলাকা সহ বিভিন্ন এলাকায় আত্বগোপন করিয়াছিল। কিন্ত শেষ রক্ষা হলো না, অবশেষে এসআই হাবিবুর রহমান পিপিএম এর হাতে গ্রেফতার হলেন রাসেদ হায়দার। আসামীকে সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।
সুনামগঞ্জ (ছাতক) প্রতিনিধি