শিরোনাম

প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

0Shares

অস্ট্রেলিয়া টি ২০ সিরিজে তেমন একটা সুবিধা না করতে পারলেও ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটা শুরু করলো দুর্দান্ত জয় দিয়ে।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে বোলিং এর সিধান্ত নেয় ইংলিশরা।ওয়ারনারকে ৬ রানে ও অ্যারন ফিঞ্চকে ১৬ রানে ফিরিয়ে দিয়ে ভালো একটা শুরু করে ইংল্যান্ড।এরপর আবার দলীয় ৮০ রানে আর নিজ ৪৩ রানে আউট হয়ে সাঁজঘরে ফিরে যান স্টোনিস।দলীয় মাত্র ১২৩ রানে ৫ টি উইকেট পড়ে যাওয়ায় থমকে যায় অস্ট্রেলিয়া আর খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ইংল্যান্ড।দল যখন বিপদে হাল ধরে মার্শ ও ম্যাক্সওয়েল।মার্শ স্ট্রাইক রোটেড করে খেললেও ম্যাক্সওয়েলন রানের চাকা সচল রাখছিল।ষষ্ট উইকেটে তারা দুজন ১২৬ রানের জুটি গড়ে।৬ টি ৪ মেরে ১০০ বলে ৭৩ রান করে মার্শ ,অন্য দিকে মাত্র ৫৯ বলে ৪ টি ৪ ও ৪ টি ৬ হাকিয়ে ৭৭ রান করে ম্যাক্সওয়েল।৫০ ওভার শেষে দলীয় সংগ্রহ ৯ উইকেটে ২৯৪ রান।

ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৩০০ বলে ২৯৫ রান।তবে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রাখে অস্ট্রেলিয়া।মাত্র ৫৭ রানে ৪ টি উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।পরবর্তীতে সামাল দেওয়ার চেষ্টা করেন জনি বেয়ারস্টো ও স্যাম বিলিংস।শতক হাকান স্যাম বিলিংস।তবে অস্ট্রেলিয়ার বোলারদের হাত থেকে রক্ষ্যা পেলো না ইংলিশ ব্যাটসম্যানরা।জাম্পা ও হ্যাজলউডের দুর্ধর্ষ বোলিংয়ে ১৯ রানে অসাধারণ জয় পায় অস্ট্রেলিয়া।

স্কোর
অস্ট্রেলিয়া ২৯৪/৯ (৫০ ওভার)
ম্যাক্সওয়েল ৭৭, মার্শ ৭৩, স্টয়নিস ৪৩
উড ৩/৫৪, আর্চার ৩/৫৭, রশিদ ২/৫৫

ইংল্যান্ড ২৭৫/৯ (৫০ ওভার)
বিলিংস ১১৮, বেয়ারস্টো ৮৪,মরগান ২৩
জাম্পা ৪/৫৫, হ্যাজলউড ৩/২৬

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg