রাজবাড়ীতে নতুন করে ২১ জন করোনা আক্রান্ত , মোট মৃত্যু ২৪ জন

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ীতে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ২৮৭৮ জন। মৃত্যুবরণ করেছেন ২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৯৫ জন। হোম আইসোলেশনে আছে ৭২৫ জন। হাসপাতালে ভর্তি আছে ১৮ জন ।

বৃহস্পতিবার সিভিল সার্জন তথ্য সূত্রে জানা গেছে ০৭/০৯/২০২০ তারিখে ৭০ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ২১ টি এবং নেগেটিভ ৪৯ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৫২ টি স্যাম্পলের ১১ জন পজিটিভ, পাংশা উপজেলার ১০ টি স্যাম্পলে ৯ জন পজিটিভ এবং কালুখালী উপজেলার ৮ টি স্যাম্পলে ১ জন পজিটিভ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg