কাকন মিয়া কয়েকদিন ধরে শারীরিক অসুস্থ ছিলেন। জ্বর, ঠান্ডা করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে সেখান থেকে ঢাকায় নেওয়ার কথা বলে কাকনকে। ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করে(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরের সন্তান কাকন মিয়া। ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এমবিএ শেষ সেমিষ্টারে অধ্যয়নরত ছিলেন তিনি। কাকন ২০১১- সালে হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩- সালে ডঃ কাজী মোতাহার হোসেন কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পড় তাকে ঢাকা প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারে চলছে কান্নার আহাজারি।
এদিকে, গত চারদিন আগে কাকন মিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে ‘জ্বর!’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এটি ছিল তার সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস। এর চারদিনের মাথায় তিনি না ফেরার দেশে চলে যান।