শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগেই করোনার দুঃসংবাদ।গত ৭ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রথম ধাপে করা হয় ১৭ ক্রিকেটার ও ৭ সাপরটিং স্টটাফের কোভিড ১৯ পরীক্ষা।ফলাফল মিনে পরদিনে, এর মধ্যে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।একজন ওপেনার সাইফ হাসান আর অন্যজন ট্রেইনার নিকোলাস লি।
দুজনকেই (bcb)বোর্ডের অধিনে রাখা হয়েছে আইসোলেশনে,সুস্থ হওয়া পর্যন্ত থাকবেন বি সি বি এর পর্যবেক্ষণে।গত কয়েক দিন ধরে জরে ভুগছিলেন জানান সাইফ হাসান।আশা করা জাচ্ছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন জাতীয় দলে।
তবে ট্রেনিং শুরু করে দিয়েছেন করোনায় নেগেটিভ ক্রিকেটাররা,আশাবাদী শ্রীলঙ্কা সফর নিয়ে।
শিহাবুর রহমান।। ঢাকা