শেষ ম্যাচে সান্তনার জয় অজিদের,প্লেয়ার অফ দ্যা সিরিজ জস বাটলার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

0Shares

৩ ম্যাচ সিরিজে শেষ ম্যাচ খেলতে গতকাল সাউদাম্পটনে মাঠে নামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।গত ম্যাচেই সিরজ নিজের করে নিয়েছিল সাগতিক ইংল্যান্ড।এবার ছিল অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াসের পালা।তবে শেষ ম্যাচে ভাগ্য সাথে ছিলনা ইংলিশদের।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।বোলিংএ নেমেই জশ হ্যাজলউড তার প্রথম সিকার হিসাবে বেছে নেন টম ব্যান্টনকে।দলীয় ৪ রানে সাঁজ ঘরে পাঠান তাকে।তারপর একটু ঠাণ্ডা মাথায় খেলা শুরু করেন জনি বেয়ারস্টো ও মালান।তবে নবম ওভারে জামপার বল হাওয়ায় উঠিয়ে ক্যাচ আউট হয়ে ২২ রান করে সাঁজ ঘরে ফিরে যান মালান। এরপর দলীয় ৭৬ রানে আবারো জামপার বলেই ক্যাচ উঠান স্যাম বিলিংস,খুব ঠাণ্ডা মাথায় বলটি মুষ্টিবধ্য করেন অধিনায়ক ফিঞ্চ।এরপরই নিজস্ব ৫৫ রানে আউট হয়ে যান ফর্মে থাকা বেয়ারস্টো।১৯ বলে ২৯ রান করে নট আউট ছিলেন ডেনলি।ইনিংস শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৪৫।

জিততে প্রয়োজন ১৪৬ রান।মাঠে নামে দুই অপেনার।শুরুটা দুর্দান্ত করে ম্যাথু ওয়েড ও ফিঞ্চ,তবে চতুর্থ ওভারের প্রথম বলে আউট হয়ে যান ম্যাথু ওয়েড।রানের গতি সচল রাখে মার্কাস স্টোইনিস ও ফিঞ্চ।অষ্টম ওভারের প্রথ০ম বলে ২৬ রান করে আউট হয়ে যান মার্কাস স্টোইনিস।দলীয় ৮৬ রানে আউট হয়ে যান ম্যাক্সওয়েল তার ঠিক ২ বল পরে দলীয় ৮৭ রানে আউট হয়ে যান অধিনায়ক ফিঞ্চ।তের তম ওভারে মাত্র ৩ রান করে আউট হয়ে যায় স্টিভেন স্মিথ।একের পর এক উইকেট পরাতে ভয় পেয়ে যায় অস্ট্রেলিয়া দল তবে শেষের দিকে৩৬ বলে ৩৯ রান করে দলকে জয় এনে দেয় মিচেল মার্শ।১৯.৩ ওভারেই ৫ টি উইকেট হারিয়ে ১৪৬ রান করে সান্তনার জয় উঠিয়ে নেয় অজিরা।
প্লেয়ার অফ দ্যা ম্যাচ হন মিচেল মার্শ।প্লেয়ার অফ দ্যা সিরিজ হন জস বাটলার।
স্কোরঃ
ইংল্যান্ড ১৪৫/৬ ২০ ওভার
বেয়ারস্টো ৫৫,ডেনলি ২৯,মইন আলী ২৩
জাম্পা ২/৩৪,স্টার্ক ১/২০,হ্যাজলউড ১/২৩

অস্ট্রেলিয়া ১৪৬/৫ ১৯.৩ ওভার
ফিঞ্চ ৩৯,মার্শ ৩৯,স্টইনিস২৬
রশিদ ৩/২১,কারান ১/২৩,উড ১/৩৮

শিহাবুর রহমান তিমন।।  ঢাকা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg