পাংশাতে পরোয়ানাভুক্ত তিন আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

0Shares

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন পাংশা মডেল থানা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন আসামিদের।

এস.আই ননী গোপাল সরকার সঙ্গীয় ফোর্সসহ সিআর পরোয়ানা ভুক্ত ফলিমারা গ্রামের রুস্তম মন্ডলের ছেলে আসামি মোঃ মিন্টু মন্ডল ও নারায়নপুর গ্রামের মৃত আব্দুল গফুর শাহ ওরফে গফুর কসাই এর ছেলে আসামি মোঃ বাবুল হোসেন ওরফে বাবলু কসাইকে গ্রেফতার করেন।
এ.এস.আই মোঃ বদিউজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত নরেন্দ্রনাথ দাসের ছেলে কুন্ডু মার্কেট মুদি ব্যবসায়ী আসামি সুবোধ দাসকে গ্রেফতার করেন।

পুলিশ আসামিদের ভিন্ন ভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেন এবং তাদের আদালতে প্রেরণ করেন।

পাংশা প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg