ছাতকে পুলিশ অফিসার হাবিবের ছদ্মবেশে ৮ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

0Shares

ছাতকে লুঙ্গি পরে ছদ্মবেশে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।

সোমবার দুপুরে ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এর নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এএসআই আবু তালেব সহ শারফিন নগর মাওরা টিলা হাওর হইতে ছদ্রবেশে আন্তঃজেলা ডাকাত ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী আসিক আলী আসিদ (৩৫) কে গ্রেফতার করেন। সে নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের আজমান আলীর পুত্র।

ডাকাত সর্দার আসিক আলীর বিরুদ্ধে সাজা ৮ বছরের পরোয়ানা ছাড়া ও ছাতক থানা সহ মৌলভীবাজার কুলাউড়া থানায় একাধিক ডাকাতি ও চুরি মামলা রয়েছে বলে ছাতক থানা পুলিশ সুত্রে জানা যায়।

সুনামগঞ্জ(ছাতক) প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg