শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

করোনা মুক্ত হলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও সাংবাদিক রাশেদ রায়হান

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

0Shares

করোনা মুক্ত হলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হান। রবিবার স্বাস্থ্য বিভাগ থেকে তাদের করোনা নেগেটিভ হিসাবে রিপোর্ট আসে।

ফকীর আব্দুল জব্বার বলেন, আমি গত ১৬ আগস্টে আমার রিপোর্ট প্রথম পজিটিভ আসে। দীর্ঘদিন হোম আইসোলেশনে থাকার পর আজ রিপোর্টে নেগেটিভ আসে। মহান আল্লাহর মেহেরবানিতে আমি এখন শারিরীক ভাবেও সুস্থতা অনুভব করছি। আমার অসুস্থতাকালীন সময়ে যারা মহান স্রষ্টার নিকট প্রাণ খুলে দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন, দূর থেকে যোগাযোগের চেষ্টা করেছেন আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। করোনা আবির্ভাবের শুরু থেকে সাধারণ মানুষের পাশে থেকে সাহস ও সহযোগিতা দেবার আপ্রাণ চেষ্টা করেছি। একটি কথা না বললেই নয়, আজ এই দূর্যোগে জননেত্রী শেখ হাসিনার দক্ষ ব্যবস্থাপনায় বিশ্বের যেকোন দেশের চেয়ে আমরা করোনা মোকাবেলায় এগিয়ে আছি। আশা করি এই মহামারি আমরা দ্রুতই কাটিয়ে উঠতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আমি যেন পূর্বের ন্যায় রাজবাড়ী জেলাবাসীর পাশে থেকে নিয়মিতভাবে সেবার হাত বাড়িয়ে দিতে পারি সকলের কাছে এই দোয়া কামনা করছি।

সাংবাদিক রাশেদ রায়হান বলেন, টানা দেড় মাস হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণের পর আজকের রিপোর্ট নেগেটিভ আসে। ৩ সেপ্টেম্বর তৃতীয় বারের মতো নমুনা দেই এবং ৬ সেপ্টেম্বর রিপোর্টে নেগেটিভ আসে। গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে তার করোনা উপসর্গ দেখা দেয়, চিকিৎসকের পরামর্শে তিনি ২১ জুলাই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন এবং ২৬ জুলাই পজিটিভ রিপোর্ট আসে। পরে তিনি ব্যাপারী বাড়ীতে হোম আইসোলেশনে থাকে এবং চিকিৎসা গ্রহণ করেন। ২০ দিন পড় ১২ আগস্ট দ্বিতীয় বারের মতো করোনা নমুনা দেই এবং ১৫ আগস্ট আবার পজিটিভ আসে। ফের ২সপ্তাহ হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পড়ে তৃতীয় বারের মতো ৩ সেপ্টেম্বর আবার করোনা নমুনা দেন এবং ৬ সেপ্টেম্বর তার রিপোর্ট নেগেটিভ আসে। এখন তিনি সুস্থ। সকলের কাছে দোয়া চেয়ে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg