রাজবাড়ী জেলায় পাংশা উপজেলাতে রবিবার ( ৬ সেপ্টেম্বর) মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
রবিবার সকালে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
আরো উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পাংশা উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহিন কবির সহ প্রমুখ ।
মৎস্য অধিদপ্তর ২০২০-২১ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় পাংশা উপজেলার সরকারি প্রতিষ্ঠান জলাশয় এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হলো আজ। রুই, কাতল, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। ৩৫ হাজার ৭শত ১৫ কেজি কাপ জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হলো।
পাংশা প্রতিনিধি