ফরিদপুর নগরকান্দায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। রোববার সকালে উপজেলার জুংগরদী গ্রামের স্বামীর বাড়ী থেকে এ লাশ উদ্ধার করা হয়। গৃহবধূ উপজেলার জুংগরদী গ্রামের সিরাজ মুন্সীর ছেলে আলামিন মুন্সী(সৌদি প্রবাসী) স্ত্রী শামচুন নাহার (২০)।
শ্বশুর সিরাজ মুন্সী জানান, রাতে সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি শামচুন নাহার গলায় ওড়না পেঁচিয়ে বারান্দায় আড়ার সাথে ঝুলছে। এই অবস্থাই দেখে আমি চিৎকার করি। আমার চিৎকার শুনে প্রতিবেশিরা এসে তাকে দেখে। পরে তাকে মাটিতে নামায় এবং দেখে সে মারা গেছে।
নগরকান্দা থানার ওসি তদন্ত মিরাজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।