পাংশায় চুরি মামলার আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

0Shares

পাংশাতে চুরি মামলার আসামি মো. স্বপন বিশ্বাসকে(৩০) গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে ৬ সেপ্টেম্বর (রবিবার) এস.আই ননী গোপাল সঙ্গীয় পুলিশ ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। আসামী মোঃ স্বপন বিশ্বাস পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী কলাবাড়ীচর গ্রামের মো. ওহাব বিশ্বাসের ছেলে।পরে আসামিকে আদালতে পাঠানো হয়।

পাংশা প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg